Posts

Showing posts from November, 2019
Image
রূপকথা আর কল্পনার ইতিহাস ======================= আলি আসগর চিস্তি জুয়াহারি ফরিদী লাহোরির লেখনী অনুযায়ী আজমীরের খাজা মঈনউদ্দিন চিস্তি ছিলেন এক মহান আর অমিত ক্ষমতাধর সুফি দরবেশ। তিনি নাকি নিজের অলৌকিক ক্ষমতাবলে প্রায় একার হাতে দিল্লি-আজমীরের অন্তিম হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতের মাটিতে ইসলাম ধর্মের প্রসার করেছিলেন। নিচে দেওয়া হলো আলি আসগরের লেখার সারাংশ। খ্রিষ্টাব্দের প্রথমার্ধ। আফগানিস্থানের ঘুর সাম্রাজ্যের রাজধানী গজনীর দরবারে এসে উপস্থিত হলো এক দরবেশ ফকির। গজনীর মসনদে তখন আসীন সুলতান শিহাবউদ্দিন মহম্মদ ঘোরী। তুর্কি সুলতানের নিকট সেই ফকির আশ্রয় প্রার্থনা করলেন। কি কারণে তিনি গজনী এসেছেন জানতে চাইলেন সুলতান। জবাবে ফকির জানালো যে তার নাম মঈনউদ্দিন হাসান। তার জন্ম ১১৪১ খ্রিষ্টাব্দে ইরানের সঞ্জর নামক স্থানে। তাঁর পিতার নাম খাজা গিয়াসুদ্দীন আর মায়ের নাম মাহ্নূর। নবী হজরত মহম্মদের এক শিষ্য। স্বয়ং পরমেশ্বর আল্লাহর নির্দেশ তিনি পৌত্তলিক ধর্মাবলম্বী কাফের ভূমি হিন্দুস্থানে ইসলাম ধর্মের প্রচার আর প্রসারে এসেছেন। কিন্তু সুলতানের সাহায্য ব্যতীত তার একার পক্ষে এই মহান কার্য...