বিষ কন্যা

বিষ কন্যা, সম্পূর্ণ উপন্যাস ==================== গৌড় চন্দ্রিকা ========== প্রাচীন ভারতের স্বাধীনতা আর স্বতন্ত্রতা ধ্বংস হয়েছিল বর্বর তুর্কি আক্রমণের ফলে। শুধু স্বাধীনতা হরণই নয় সেই সাথে প্রাচীন ভারতবর্ষের যাবতীয় ঐতিহ্য, প্রাচুর্য আর গরিমাও বিনষ্ট হয়েছিল এই বিজাতীয় আগ্রাসনের ফলে। এক কথায় বলতে গেলে পতন হয়েছিল একটি স্বর্ণময় সভ্যতার। তুর্কিরা নালন্দা বিশ্ববিদ্যালয় সহ প্রাচীন ভারতের একাধিক পাঠশালায় হামলা চালিয়ে সেখানে রক্ষিত প্রাচীন পুস্তকগুলি পুড়িয়ে বা চাঁদ বারদাই দ্বারা রচিত পৃথ্বীরাজ রাসোর মতো পুস্তকের লেখনি বিকৃত করে তুর্কিরা নষ্ট করে দিতে চেয়েছিল পুরো একটা অধ্যায়ের ইতিহাস। প্রমান করতে চেয়েছিল যে প্রাচীন ভারতের অধিবাসীরা আসলে অশিক্ষিত আর বর্বর ছিলেন এবং তাঁরা উল্লেখযোগ্য কোনও ইতিহাস রচিত করতে পারেননি। এই তুর্কি আগ্রাসনকারীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ব্যক্তিরা হলেন গজনীর সুলতান মামুদ, ঘুরের সুলতান মহম্মদ ঘোরী, দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি আর তুঘলক বংশের সুলতান মহম্মদ বিন তুঘলক। অবশ্যই মোগল বাদশাহদের কুকীর্তি ধরা হয়নি এই তালিকায়। ১২৬৭ সালে আফগানিস্থানের কোনও এক র...