Posts

Showing posts from July, 2019
Image
বিজয়নগরের বাঘ ============== দাক্ষিণাত্যে তুর্কি আগ্রাসন =================== জিয়াউদ্দিন বারানির লেখনী অনুযায়ী ১৩০৩ সালের প্রথমার্ধে দিল্লির বিজাতীয় তুর্কি দস্যু আলাউদ্দিন খিলজি তার দুই প্রিয় সেনাপতি মালিক জুনা আর মালিক ঝাজ্জুকে কাকাতিয়ার রাজধানি ওয়ারাঙ্গল বা ওরাগাল্লু আক্রমণ করবার জন্য প্রেরন করেন। কিন্তু রাজা দ্বিতীয় প্রতাপরুদ্রের রুদ্ররোষের সম্মুখে খড়কুটোর মতো উড়ে যায় তুর্কি বাহিনীর আক্রমণ। পরাজিত হয় খিলজি বাহিনী, কাকাতিয়ার বাহিনীর পাল্টা প্রহারে মৃত্যু হয় তুর্কি সেনাপতি মালিক জুনার আর গুরুতর আহত হন আরেক সেনাপতি মালিক ঝাজ্জু। পরবর্তীকালে সেনাবাহিনী থেকে অপসারিত হন মালিক ঝাজ্জু। এরপর ১৩০৮ সালে আলাউদ্দিন খিলজির নির্দেশে এক বিশাল বাহিনী সমেত পুনরায় কাকাতিয়ার রাজধানি ওরাগাল্লু আক্রমণ করেন তাঁর সবচেয়ে প্রিয়তম সেনাপতি মালিক কাফুর। কিন্তু সেই আক্রমণও সফলভাবে প্রতিহত করেন দ্বিতীয় প্রতাপরুদ্র। এরপর মালিক কাফুর দেবগিরি আক্রমণ ও অধিকার করে পুনরায় ১৩১০ সালে আক্রমণ করেন কাকাতিয়া রাজ্য। সেই যুদ্ধে তুর্কি দস্যুদের পূর্ণরূপে সহায়তা দান করেন কাকাতিয়ার চির শত্রু দেবগিরি রাজ্যের শয়তান রাজা রামচন...