Posts

Showing posts from December, 2019
Image
কাবুল হিন্দু শাহী রাজাদের প্রতিরোধ ========================== গৌরচন্দ্রিকাঃ ========= ১৯৯৯ সালের ইন্ডিয়ান এয়ারলাইন্সের কুখ্যাত বিমান অপহরণ কাণ্ড থেকে মার্কিন মুলুকে জমজ টাওয়ার ধ্বংসের পর ২০০১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মার্কিন বাহিনীর হামলা, ওসামা বিন লাদেন নামধারী কুখ্যাত ইসলামিক সন্ত্রাসবাদীর হত্যা, প্রভৃতি নানান কারণে আজ আফগানিস্থান নামটি বিশ্ব প্রসিদ্ধ। আজ থেকে ১২০০ বছর পূর্ব থেকেই এই রাষ্ট্রটি ভারতীয় ইতিহাসের পাতায় কুখ্যাত ছিল মামুদ গজনী, মহম্মদ ঘোরী, আহমেদ শাহ আবদালি প্রমুখ কুখ্যাত তুর্কি লুণ্ঠনকারীদের দৌরাত্মে। কিন্তু এই পেজের অনুসরণকারী আধুনিক ভারত আর বাংলাদেশের বহু পাঠকরাই হয়তো জানেন না যে ভারতে ইসলামিক আগ্রাসনের প্রারম্ভে আফগানিস্থানও প্রাচীন অখণ্ড ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং প্রাচীন সনাতনী আর বৌদ্ধ ভাবধারায় বিশ্বাসী ছিল। বর্তমানে আফগানিস্থান ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ইসলামিক রাষ্ট্র যা পাকিস্তান নামক আরেকটি ইসলামিক রাষ্ট্র দ্বারা বিভক্ত। প্রাচীন আফগানিস্থানের কাহিনীঃ ======================= মহাভারতে আমরা প্রাচীন আফগানিস্থানের বর্ণনা পাই ...