Posts

Showing posts from October, 2019
Image
ভারুচের মহাযুদ্ধ (প্রথম পর্ব) ===================== সোমনাথ মন্দির লুণ্ঠন ================ রাজস্থানের ঐতিহাসিক যুদ্ধে সংযুক্ত ভারতীয় বাহিনীর নির্ণায়ক বিজয়ের পর অতিবাহিত হয়েছে প্রায় ২৮৭ বছর, অর্থাৎ প্রায় পৌনে তিন শতাব্দী। ওই যুদ্ধের পর ভারতবর্ষের ভূমি থেকে সমূলে উৎপাটিত হয়েছিল আরব খলিফাদের যাবতীয় প্রভাব। এর মধ্যে ভারতবর্ষ আর কোনরূপ বড় ধরনের বৈদেশিক আগ্রাসনের সম্মুখীন হয়নি। পূজা-আর্চা, নাচ-গান, প্রেম-কলহ আর পারস্পরিক যুদ্ধ-বিগ্রহ ও ব্যবসা বানিজ্যের মধ্যে দিয়ে মোটের উপর বেশ শান্তিপূর্ণ নিরুপ্রদবেই অতিবাহিত হচ্ছিল ভারতবর্ষের বিভিন্ন রাজপরিবার আর প্রজাদের জীবন। কিন্তু এরই মধ্যে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে ঘূর্ণাবর্তের প্রবল ঝঞ্ঝার ন্যায় ইসলামিক জিহাদের তরবারি হস্তে আবির্ভূত হলো মামেলুক তুর্কি জাতি। গজনী অধিকার করে সুলতান সেবুক্তিগীনের নেতৃত্বে এবারে তারা সমৃদ্ধশালী ভারতবর্ষের দিকে অগ্রসর হলো। মামেলুক তুর্কিদের বাধাদানের উদ্দেশ্যে নীলমের তটে পুনরায় একত্রিত হয়েছিল ভারতীয় বাহিনী। কিন্তু সেই সংযুক্ত বাহিনীর নেতা রাজা আনন্দপালের নির্বুদ্ধিতার ফলে ঐতিহাসিক নীলমের ধর্মযুদ্ধে বিজয়ের মুখ থেকে পরাজয়ে...
Image
আনিগোণ্ডির যুদ্ধ ============= চৌদ্দ শতাব্দীর দাক্ষিণাত্যের পটভূমি ========================== চৌদ্দ শতকের মধ্যযুগীয় ভারতবর্ষ তখন উত্তর-পশ্চিম প্রান্ত থেকে আগত বিজাতীয় স্মেচ্ছ তুর্কিদের পদানত। যবন দস্যু বাহিনীর পরাধীনতার শৃঙ্খল তখন আবদ্ধ করেছে সমগ্র মুলতান থেকে কান্যকুব্জ পর্যন্ত বিস্তীর্ণ উত্তরভারত আর গুজরাট থেকে ভূপাল পর্যন্ত সমগ্র মধ্যভারত। ১৩১০ সালের প্রথম ভাগ। দিল্লির তখতে তখন বর্বর আলাউদ্দিন খিলজির শাসনকাল। খিলজির পাশবিক শক্তির সম্মুখে পদানত গুজরাট আর মেবার সহ সমগ্র আর্যবর্ত্ম। একাদশীর পলতের ন্যায় জালোর নরেশ কানহাড়দেব চৌহান একাকী অসম যুদ্ধ করে চলেছেন স্মেচ্ছ তুর্কি বাহিনীর বিরুদ্ধে। তুর্কিদের নিকট উত্তর আর মধ্যভারতে লুণ্ঠন আর ধ্বংস যোগ্য আর কোন সমৃদ্ধশালী সনাতন ধর্মাবলম্বী রাজ্যের অস্তিত্ব না থাকায় এবারে আলাউদ্দিনের কুনজর পড়লো দাক্ষিণাত্যের দ্রাবিড় ভূমির উপর। স্মেচ্ছ দস্যু বাহিনীর আঁচ তখনও স্পর্শ করেনি দাক্ষিণাত্যকে। তাই ধনধান্যে সুহাংগীতা দাক্ষিণাত্য তখনও প্রাচীনকালের আর্যবর্ত্মের ন্যায় এক সমৃদ্ধশালী ভূমি। ১৩১০ সালে খিলজির বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুর প্রথমে দাক্ষিণাত্যের প্...